স্টাফ রিপোর্টার যশোর
যশোরে ৩ সেপ্টেম্বর (বিএমএসএস) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা কমিটির উদ্যোগে বন্যাত্রদের মাঝে চিকিৎসা সামগ্রী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সুমন সরদার, বিশেষ অতিথি ছিলেন জনাব নুরুজ্জামান, সভাপতিত্ব করেন যশোর কমিটির সাবেক সভাপতি নাসিম রেজা নাসির। চলমান বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ প্রদানের লক্ষ্যে ও সংগঠন কেন্দ্র কমিটির নির্দেশনায় যশোর জেলা কমিটি নগদ অর্থ, খাবার স্যালাইন, চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন কেন্দ্র কমিটির চেয়ারম্যান সুমন সরদার এর নিকট সংগঠনের সাবেক সভাপতি জনাব নাসিম রেজা নাসির,কেন্দ্র কমিটির যুগ্ম মহাসচিব নুরুজ্জামান সহো অন্যান্য নেতৃবৃন্দরা। বন্যা দুর্গত মানুষের পাশে দাড়াতে ওই সংগঠনের নেতৃবৃন্দরা দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সাংবাদিকদের নিকট হতে ত্রাণ সংগ্রহ করে উক্ত ত্রাণ বানভাসীদের মাঝে পৌঁছে দিচ্ছেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সুমন সরদার বলেন, দেশে চলমান বন্যা দুর্গত এলাকায় বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা সাংবাদিকরা এগিয়ে যেতে চাই এবং দেশবাসীকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানায়।আলোচনা সভাতে আরও উপস্থিত সদস্য আমের আলী শেখ, আব্দুস সাত্তার কিনে, আসিফ সেতু,শহিদুল ইসলাম লিখন, ইমাম হোসেন,রিদয় হোসেন পলাশ, মোঃ নাসির উদ্দিন নয়ন,আমিরুল ইসলাম, আলমগীর কবির,রবিউল ইসলাম লাবলু খান, মেহেদী হাসান মামুন, জশিম উদ্দিন তুহিন আরও অন্যান্য সদস্যবৃন্দরা।