ডেক্স নিউজ :
যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাধন কুমার সরকার পরলোক গমন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মৃতঃ সাধন কুমার সরকারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যশোর সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদুল হাসান’র নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস বাহিনী গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল ইসলাম মন্টু , বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, মোঃ শাহাবুদ্দিন, গাজী আরমান হোসেন কাশেম, জি এম আব্দুল হাই, আবুল হোসেন, আবু আব্দুল্লাহ, হাজী হোসেন আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ১১ নং রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ইউপি সদস্যবৃন্দ, রাজনীতিবিদ ও সমাজসেবক ফসিয়ার রহমান , রেজাউল ইসলামসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্রবধু, পোতা-পোতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যথাযোগ্য মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাকে হিন্দু ধর্মীয় শাস্ত্রমতে সতীঘাটা মহাশ্মশানে দাহ করা হয়।