স্টাফ রিপোর্টার, যশোর :
যশোর সদর উপজেলার সাতইমাইল মানিকদিহি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ মিম খাতুন (২০) নামে এক নারী আটক হয়েছেন।
অদ্য ০৪ মার্চ ২০২৪ ইং তারিখ সোমবার দুপুর ২:০০ ঘটিকাযর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর’র উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করা হয় । যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সাতমাইল মনিকদিহি গ্রাম হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ রানা (৩৭) এর স্ত্রী আসামী মোছাঃ মিম খাতুন (২০) কে ০১ (এক) কেজি গাঁজা (মাদকদ্রব্য) সহ আটক করা হয়। আসামী মোঃ সোহাগ রানা (৩৭), পিতাঃ মোঃ আছির উদ্দিন পলাতক রয়েছে। পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।