প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
তন্ময় মিত্র বাপী, কেশবপুর :
যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা সাধারণ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদস্য পদে মনোনয়পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- টিপু সুলতান, আলতাফ হোসেন, আব্বাস আলী, এস এম মহব্বত হোসেন, রেহেনা খাতুন, জাকির হোসেন ও নাজমুল হুসাইন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।
Write to Tanmay Mitra Bapi
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.