মোঃ রাজু মিয়া, স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুরে ভরণপোষণের দাবিতে ও নির্যাতনের হাত হতে বাঁচতে ষাটর্ধো আনজুয়ারা বেগম মামলা করেছেন মাদকসেবী ছেলে আতিয়ার রহমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের ভাগজুয়ারা গ্রামে। মামলা সূত্রে জানা যায় ৬০ বছর বয়সী বৃদ্ধ মা আনজুয়ারা বেগমের স্বামী হাবিবুর রহমান মারা গেছেন বছরখানেক আগে। সংসার ভালই চলছিল। এরই মাঝে ছেলে আতিয়ার মাদকাসক্ত হয়ে পড়ে। মাকে ভরণ পোষণ তো দেয়ই না উপরন্ত শারীরিক নির্যাতন করে। জমিজমা যা ছিল ছেলে আতিয়ারের কথায় সবই বিক্রি করে টাকা দেয় আতিয়ারকে। মা আনজুয়ারা বেগম বর্তমানে নিঃস্ব। নাম না প্রকাশের শর্তে এক প্রতিবশি জানান, আনজুয়ারা ছেলের বিরুদ্ধে মামলা করা ছাড়া কোনো গতি ছিল না। কারণ আতিয়ার ভরণপোষণ না দিলেও বিভিন্ন সময় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। তাই বাধ্য হয়েই আনজুয়ারা ছেলের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এমন পরিস্থিতিতে মাদকসেবী ছেলের এর কঠিন শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। আনজুয়ারা আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ কবির নিয়ন জানান, নির্যাতিত মা তার ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি শোনার পর পর্যালোচনা করে ৩২৪ ও ৩০৭ ধারা আমলে না নেওয়ায় আমরা উচ্চআদালতে আপিল করব।