রাজনগরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোস্তফা বকস্, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্তী, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ আলী হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন সরকারি/বেসরকারি অফিসের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন স্থরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যা দিবসে পাকিস্থানী হানাদার বাহিনীর বর্বরতার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদ ও অনান্য ধর্মীয় উপাসনালয়ে ২৫ মার্চ রাতে নিহতদের স্বরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।