মোস্তফা বকস্, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগরে দারুল কেরাত মজিদিয়া ফুতলী ট্রাস্ট কতৃক অনুমোদিত মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসা কতৃক পরিচালিত ২১ রমজান রাজনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে তাজবিদ ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসার দারুল কেরাত মজি দিয়া ফুতলী ট্রাস্ট সেন্টারে। রাজনগর উপজেলার দারুল কেরাত মজি দিয়া ফুলতলী ট্রাস্টের সকল কেন্দ্রের পরীক্ষার্থীদে মধ্যে প্রায় ৪০০ ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে উক্ত প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন হয়েছে । এ প্রতিযোগিতায় শেখ সোহেল আহমদের সভাপতিত্বে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন পরীক্ষা কেন্দ্রের প্রধান হল সুপার, সভাপতি রাজনগর কারী সোসাইটি, মাও: আব্দুর রব, সাধারণ সম্পাদক মাও: রাহেল আহমেদ, এছাড়াও পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার কারি সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, সুপার মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসা মাও: আব্দুল লতিফ, উক্ত প্রতিযোগিতার আয়োজক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কারী: মোঃ: আব্দুল হাই মাছুম, কারী: শেখ:মহসিন আহমদ, আহব্বায়ক কমিটির সদস্য কারী আল আমিন আহমদ, কারী আব্দুল হাই মাছুম,কারী আবদুল্লাহ আল মামুন,কারী জুবেদ আহমদ,কারী শেখ: মহসিন আহমদ,কারী মামুন আহমদ, কারী মাহবুব আহমদ,মো: মাছুম আহমদ প্রমূখ। মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এ প্রতিযোগিতা, প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আশা শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ বলেন এধরণের প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করলে অনেক ভালো হবে, সবাই আয়োজক কমিটির দায়িত্বশীলদের বলেন এধরণের প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করলে আমাদের সর্বাত্তক সহযোগিতা থাকবে ।