মোস্তফা বকস্ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল কাদির ফৌজি, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের আহমদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য কায়েছ আহমদ ও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ২ হাজার দর্শক খেলা উপভোগ করেন।টুর্নামেন্টের সূচনা লগ্নে ফতেপুর ইউনিয়ন পরিষদ ও মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ ট্রাইফিকারে ১-০ গোলে পরাজিত করেন ফতেপুর ইউনিয়ন পরিষদকে। উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৮টি দল এই খেলায় অংশগ্রহণ করেছিলো।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.