নিজস্ব প্রতিবেদকঃ
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঐতিহ্যবাহী নারী বিদ্যাপীঠ রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (সিনিয়র ইন্সস্ট্রাক্টর) রাজেশ বসু'র সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব রাজু আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আলী আকবর । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং সূধীজন। পরে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব রাজু আহম্মেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.