খন্দকার ছদরুজ্জামান, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে একযোগে দেশব্যাপী এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলার মোট ৮ টি কেন্দ্রে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। লোহাগড়া নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় লোহাগড়া নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস সাংবাদিকদের বলেন, এবারের পরীক্ষার পরিবেশ অনেক ভাল। পরীক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা দিচ্ছে। কোন ধরনের অনিয়ম হচ্ছে না। যদি কোন ধরনের অনিয়মের অভিযোগ পায় সাথে সাথে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, পরীক্ষা কেন্দ্রে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশের টিম রয়েছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদয় প্রস্তুত। উপজেলায় এ বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮৪৯ জন, এর মধ্যে অংশগ্রহণ করেছে ৩২৫৬ জন শিক্ষার্থী। উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৯৬৯ জন, অংশগ্রহণ করেছে ২৪৭৮ জন শিক্ষার্থী। ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৪২০ জন এর মধ্যে অংশগ্রহণ করেছে ৪০০ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪৫১ জন, এর মধ্যে অংশগ্রহণ করেছে ৩৮১ জন শিক্ষার্থী।