এসডি সোহেল রানা , স্টাফ রিপোর্টার,
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সদর থানাধীন কামারের চর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় সদর থানাধীন ৬নং চর এলাকার ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। কামারের চর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,সদর থনার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল্লাহ, ৭ নং চর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন আলী প্রমুখ। অনুষ্ঠানে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসরত নিম্নআয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ২০০ পিস কম্বল বিতরণ শেষে ৭নং চর মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া বালক/বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল ১০০ পিছ বিতরণ সহ মোট ৩০০ পিছ কম্বল বিতরণ করা হয়।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.