স্টাফ রিপোর্টার, যশোর :
যশোরের বাঘারপাড়া উপজেলার 0৮নং বাশুয়াড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান আমিনুর রহমান সরদার ও তার ছেলের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা ও তার বসতবাড়ি ভাংচুর এর অভিযোগ উঠেছে। এ বিষয়ে যশোর বাঘারপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিক হৃদয় হোসেন ও তার পরিবার থেকে জানা যায় যে, বাশুয়াড়ী ইউনিয়ন এর চেয়ারম্যান আমিনুর রহমান সরদার’র ছেলের দুর্নীতি ও মাদক বিক্রির সংবাদের ভিত্তিতে সাংবাদিক হৃদয় সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করে চেয়ারম্যানের ছেলে ও তার সাথে থাকা বহিরাগত সন্ত্রাসীরা। এসময় ইউনিয়ন পরিষদে সামনে থেকে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে । একপর্যায়ে ভয়ভীতি প্রদানসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। পরে সাংবাদিক হৃদয় হাসান ইউনিয়ন পরিষদ ত্যাগ করেন।
আরো জানা যায় গত ইং- ০২/০৩/২০২৪ তারিখ বাঘারপাড়া থানাধীন চাড়াভিটা বাজার হয়তে সাংবাদিক হৃদয় হাসান গ্রামে যাওয়ার সময় দিঘিরপাড় নামক এলাকায় পৌছালে কুতুব উদ্দিন’কে মাদক বিক্রি করতে দেখে। রাতে কুতুব উদ্দিন এর সাথে থাকা অজ্ঞাত নামা একজন বলে তুই এত রাতে কনতে আসলি। কুতুব উদ্দিন বলে সাংবাদিক হৃদয় কে কিছু বলিস নে কনে নিউজ টিউজ করে দেবে। ঐ সময় হৃদয় হাসান দ্রুত স্থান ত্যাগ করে। তারই জের ধরে ১২মার্চ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ০১.০০ঘটিকার সময় 0৮নং বাশুয়াড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আমিনুর রহমান (৬৫), পিতা- মৃত জাফর সরদার, ২। কুতুব উদ্দিন (২৫), ৩।লিমন সরদার (৩৫), উভয়পিতা আমিনুর রহমান সরদার, ৪। ইমাম গাজ্জালী( ১৯), পিতা মো ইনামুল সরদার, ৫। সালমুন (২৩), পিতা – আনোয়ার সরদার, সর্বসাং -পাকের আলি, থানা- বাঘারপাড়া, জেলা যশোরসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন সহ পরিকল্পিত ভাবে জোরপূর্বক সাংবাদিক হৃদয় এর বসত বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে । একপর্যায়ে বসতবাড়ী ভাংচুর করে। তখন সাংবাদিক হৃদয় এর পিতা এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও মারপিট করে। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা বিভিন্ন হুমকি ধামকি প্রদানসহ হৃদয় হাসানকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন সাংবাদিক হৃদয় হাসান। ঘটনার বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমানকে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নি। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।