স্টাফ রিপোর্টার
শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০ শে আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী পৌর সদরের বাস টার্মিনাল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। বিকেলে পশ্চিম বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের করা হয়। পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্র দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক খোকন কমিশনার, বিএনপি নেতা এস এম সোহান, উপজেলা যুবদলের আহব্বায়ক আবু রায়হান মো আল বেরুনী, সদস্য সচিব ইকলাছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।