দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধি :
আজ ৩ রা এপ্রিল,২০২৪সন্ধ্যায় ১১১টি প্রদীপ প্রজ্জলন করে ১১১তম মহানামযজ্ঞের মঙ্গল ঘট স্থাপন পূর্বক ২৪ প্রহর মহানামযঞ্জ অধিবাস শুরু হয়েছে। মহানামযজ্ঞের পুরোহিত শ্রী গৌরাঙ্গ দাস ভক্তিশাস্ত্রী, শ্রী শ্রী গদাই গৌরাঙ্গ সেনাকুঞ্জ, দাকোপ কতৃক সার্বিক অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। উক্ত অধিবাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াদুল ইসলাম জিয়া ও ৭ গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নির্মল চন্দ্র অধিকারী মঠবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাবু অসীমরায়চৌধুরী সাধারণ সম্পাদক বাবু প্রশান্ত সরকার সহ গ্রামের ভক্ত বৃন্দ।