প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচন ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশনের মতে ১১ মে, ২য় ধাপে অনুষ্ঠিত হবে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। এরইমধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ'র নাম ঘোষণা করছেন। দলীয় প্রতীক বরাদ্দ না থাকলেও দলের একক প্রার্থী দেওয়ার সিধান্ত নিয়েছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা নির্বাচনের জন্য একক প্রার্থী নাম ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগ। ৪ মার্চ বিকালে, জেলা পরিষদ হল রুমে এক বিশেষ বর্ধিত সভায়, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যা শৈ হ্লা। জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু ক্যশেহ্লা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই একক প্রার্থী মনোনীত করার সিধান্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ লক্ষীপদ দাসসহ জেলা সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আবারও দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার খবরে, দলীয় নেতাকর্মী ও তার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের আনন্দ মুখুর পরিবেশ বিরাজ করেছে। সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন অনেক সমর্থক। প্রসঙ্গত, গত ২০১৯ সালের নির্বাচনে বিপুল ভোটে নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। তিনি বর্তমানে টানা ২য় বারের মত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। জনমত জরিপমতে দল ও দলের বাহিরে উপজেলাবাসীর কাছে জনপ্রিয়তা বেড়েছে অনেকগুণ। আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে দলীয় মনোনয়ন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মনে করে স্থানীয় সচেতন মহল।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.