কল্যাণ রায় (জয়ন্ত), যশোর :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির সাবেক সহ – সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম’র পিতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির যশোর জেলা কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যশোর জেলা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং এশিয়ান টেলিভিশন‘র যশোর জেলা প্রতিনিধি নাসিম রেজা নাসিম এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর চেয়ারম্যান সুমন সরদার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম টলার, মামুন মোল্যা, আনন্দ টেলিভিশন’র যশোর প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, যশোর জেলা আহবায়ক কমিটির সদস্য খন্দকার আশিকুর রহমান টনি, আমের আ্লী, ওয়াজেদ আলী, আমিরুল ইসলাম, নাসির উদ্দিন নয়ন, আসিফ আকবর সেতু, মাকবুল হোসাইন সুলতান, ইশতিয়াক রবিন, সামিউল ইসলাম ইমন, আমিরুল ইসলাম অপু, কল্যাণ রায় (জয়ন্ত), হাসানুল হক রুবেল, জেসমিন সুলতানাসহ নেতৃবন্দ। এসময় সাংবাদিক আমিরুল ইসলাম’র প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।