কল্যাণ রায় (জয়ন্ত), যশোর :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা নেতৃবৃন্দ দৈনিক লোকসমাজ’র কুয়াদা সংবাদদাতা ও ঢাকুরিয়া কলেজ’র প্রভাষক রমজান আলীর ছোট ভাই আব্দুল আলীমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দেখতে যান। সোমবার বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় নেতা খন্দকার আশিকুর রহমান টনি, যশোর জেলার সভাপতি নাসিম রেজা নাসির, সিনিয়র সহ – সভাপতি আমের আলী, সহ – সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নয়ন, কার্যকরী সদস্য কল্যাণ রায় (জয়ন্ত), শামীম হোসেনসহ নেতৃবৃন্দ দুর্বত্তদের হাতে ছুরিকাহত আব্দুল আলীমকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং কর্তব্যরত ডাক্তার, নার্সদের সাথে চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা নাসির সাংবাদিক রমজান আলী ও তার পরিবারের পাশে সর্বাত্মক থাকার আশ্বাস প্রদান করেন।