সাতক্ষীরার দেবহাটা থানাধীন খলিশাখালিতে মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকপক্ষ। বুধবার (২ অক্টোবর) পারুলিয়া এলাকার বেসরকারি সংস্থা আইডিয়ালের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিকপক্ষের প্রতিনিধি ডা. নজরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, খলিশাখালি এলাকায় ৪৩৯.২০ একর সম্পত্তির ওপর স্থাপিত মৎস্যঘের জবর দখল ও লুঠপাট করা হয়েছে, যেখানে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা জড়িত। জমির মালিক ও লীজ গ্রহণকারীরা এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি উল্লেখ করেন, ১৯৫৩ সালের দলিল অনুযায়ী এই জমি বর্তমানে ২০০ জন মালিকের অধীনে রয়েছে এবং এটি নিয়মিত কর পরিশোধ করা হচ্ছে।
তবে, ২০২১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসীরা রাতের আঁধারে জমিটি জবর দখল করে এবং কোটি টাকার মাছ লুটপাট করে। এখন তারা জমি পুনরায় দখল করতে এবং আরও লুঠপাটের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জমির মালিকগণ জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক কাজী গোলাম ওয়ারেশ, আনসার আলী, আব্দুল মাজেদ, রুহুল আমিনসহ অন্যান্য লিজ গ্রহণকারীরা।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.