মোস্তফা বকস্, মৌলভীবাজার প্রতিনিধি :
মহান আল্লাহ তায়ালার সৃষ্টির অবলোকন, ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, জ্ঞান সমৃদ্ধকরণ এবং বিনোদনের উদ্দেশ্যে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে মৌলভীবাজারের রাজানগরের ঊষা কে, জি স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৪খ্রীঃ সুন্দর ও সফলভাবে অনুষ্ঠি হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ৯.৩০ ঘটিকায় ঊষা কে, জি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মোস্তফা বকস্, সহঃপ্রধান শিক্ষক হেলাল বকসে্র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের গাড়িটি সিলেটের অন্যতম পর্যটন স্পট প্রাকৃতি পরিবেশ বেষ্টিত সিলেট এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১২টায় নির্ধারিত স্থানে পৌছালে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি পালন করা হয়। জোহরের নামাজ ও দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষা সফরে শিক্ষার্থীদের ও অভিভাবকদের বিভিন্ন প্রতিযোগিতা, ডেলিগেটদের অনুভূতি প্রকাশ, দেশাত্ববোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা কে, জি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি, আহমদ মিয়া ও অভিভাবক কমিটির (পি, টি, এল, এফ) সভাপতি মোঃ আনকার মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন ঊষা কে,জি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা বকস্ ও সহঃ প্রধান শিক্ষক হেলাল বকস্,স্কুলের সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, সুমাইয়া সোনিয়া,জেবিন আক্তার, সুপ্তা চন্দ, ফাতেমা জান্নাত কোরেশি, প্রমূখ । শিক্ষা সফরে শতাধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।