সেলিম মাহবুব, সিলেটঃ
দ্বাদশ জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটিগুলো গঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠনের তথ্য জানানো হয়। রবিবার সংসদীয় ১১ টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের দুই সংসদ সদস্যকে দুটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সুনামগঞ্জ সদর- বিশ্বম্ব্রপুর আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিককে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।