দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি :
কপিলমুনির আগরঘাটাস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা (নরমাল ডেলিভারি)তে ক্যানুলাসেট ও অক্সিজেন সিলিন্ডারসহ ফিটাল ডপলার দান করলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ মোড়ল। রবিবার সকালে এসব সরঞ্জমাদি আনুষ্ঠানিক ভাবে গ্রহন করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সংশ্লিষ্টরা বিরাশী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোঃ মজিদ মোড়লের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,তার এ দান আমাদের যথেষ্ট উৎসাহ যোগাবে। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংবাদিকরাসহ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রর জমিদাতা আব্দুল জব্বার বাবুল,কল্যান কেন্দ্রর পরিদর্শিকা স্মিতা রানী দাশ ও তার সহকর্মী মিনিবালা সরদারসহ কেন্দ্রর স্বাস্থ্য কর্মীরা। সংশ্লিষ্টরা বললেন,২০২৩ সালের ২৫ জানুয়ারি থেকে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাভাবিক প্রসব( নরমাল ডেলিভারি) সেবা চালু হয়। বর্মমানে কপিলমুনির আগরঘাটা,লস্কর ও লতা কল্যান কেন্দ্রে এ সেবা চালু আছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা বিভাগে সিজারিয়ানের হার ৬৬ শতাংশ। এর মধ্যে পাইকগাছা উপজেলায় সিজারিয়ানের হার আরো বেশি। তিনি তথ্য দিয়ে আরোও বলেন, আগরঘাটা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ পর্যন্ত ২১টি নরমাল ডেলিভারি করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জমাদি না থাকায় নরমাল ডেলিভারিতে ঝুঁকি থাকায় ৪৭ জন গর্ভবতী মা’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। এখন ক্যানুলাসেট ও অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পাওয়ায় নরমাল ডেলিভারিতে আর কোন ঝঁকি থাকবে না।