ফরিদ হুসাইন, মাগুরা থানা প্রতিনিধি :
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগুরা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা প্রেসক্লাব’র সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সংবাদিক আবু বাসার আখন্দ প্রমুখ।
গণমাধ্যম হাউজ ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সাংবাদিক হাউজ ও সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা।