মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা :
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৬টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোক প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬৮ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।এ সময় উপজেলার ৩ জন ভিক্ষুককে একটি ভ্যান,৩টি করে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়।এছাড়া ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড.মুসাফির নজরুল,উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ প্রমূখ।
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের দর্পণ নিয়মিত পড়ুন ও বিজ্ঞাপন দিন
Copyright © 2024 দৈনিক যশোরের দর্পণ. All rights reserved.