নন্দরাজ দাস রাজ -সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়,দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। আজ বুধবার উপজেলার হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালনা পর্ষদ এই ক্যাম্পের আয়োজন করেছেন। হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে হাসপাতালের ৯ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস ধীরন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ,সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গির খান, কবি সাহিত্যিক মোঃ সামসুল হক,এ্যাডভোকেট শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের এমডি মুক্তার হোসেন । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহম্মেদ বলেন, মানুষের সেবায় সবসময় হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালনা পর্ষদ কাজ করছেন। তাই তাদের যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন মহিউদ্দিন আহম্মেদ ।