সেলিম মাহবুব, সিলেটঃ
ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিহাই গ্রামের সৌদি আরব প্রবাসী দিলোয়ার হোসেন ও গৃহিনী মোছাঃ সালেহা বেগমের অগ্নিদগ্ধ কন্যা রামিশা ফারিহা প্রমির চিকিৎসার জন্য ছাতক উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ বিষয়টি উপস্থাপন করলে অগ্নিদগ্ধ রামিশা ফারিহা প্রমির চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা বরাদ্ধ ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ এর হাতে টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না। ছাতক ডিগ্রি কলেজের এইচ এস সি ২০২৪ইং এর পরীক্ষার্থী রামিশা ফারিহা প্রমি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘ ১ মাস ধরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, তার ইউনিয়নের অগ্নিদগ্ধ শিক্ষার্থীর চিকিৎসার জন্য উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করায় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না সহ উপজেলা পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।