মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা মহম্মদপুরে ঐতিহ্যবাহী রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ২-দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার-২৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। “বিজয় নয়’ অংশগ্রহনই বড় কথা এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস। ওই দিন বিকালে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তুষার কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, অনুষ্ঠানের উদ্বোধক রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ আনন্দ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।