সেলিম মাহবুব, ব্যুরো প্রধান সিলেট :
ছাতক সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুস সাত্তার, সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন খান ও অফিস সহায়ক সুনীল চন্দ্র দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা রবিবার কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে এবং প্রভাষক আলমগীর হোসেন ও রাজীব কুমার দাসের পরিচালনা অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার,সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, কলেজের সাবেক সহকারি অধ্যাপক হরি দাস রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর লাল। বক্তব্য রাখেন, প্রভাষক রহিমা আক্তার হীরা, রুবা রাণী তালুকদার, বাকের হোসেন হাওলাদার, বিপ্লব রায়, আব্দুল হামিদ, ফখর উদ্দিন স্বপন, দীপালী রাণী দাস, ইসমত আরা বেগম, উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে প্রভাষক সাহেদ আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, অনন্ত সরকার, কলেজের প্রধান সহকারি আব্দুস শহিদ, হিসাব রক্ষক আব্দুর রহিম সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।