সেলিম মাহবুব, ব্যুরো চীফ,সিলেটঃ
ছাতকে এম আর আজিজ দ্বিতীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল ম্যাচ সোমবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের সুতারখালী মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যাল ম্যাচ সোনারবাংলা ফুটবল ক্লাব সুতারখালী বনাম বিশ্বনাথ উপজেলার আটবন্ধু ফুটবল ক্লাব মৌলভীরগাঁও’র মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ৪-১ গোলের ব্যবধানে আটবন্ধু ফুটবল ক্লাব বিজয় লাভ করে। এর আগে একঝাক পায়রা অবমুক্ত করে ফাইন্যাল ম্যাচের সুচনা করেন ইউপি চেয়ারম্যান নুরুল আলম সহ অতিথিবৃন্দ। খেলা শেষে ছাতকের বুরাইয়া স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও কানাডা টরেন্টো’র বাংলা ক্লাবের সভাপতি এবং টুর্ণামেন্টের উদ্যোক্তা এম আর আজিজের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়া, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীর, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, এক্সাবাইট ম্যানেজার আলমগীর হোসেন, লামা-রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ভুঁইয়া, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদ, রাজনীতিবিদ অলিউর রহমান আলেক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সোনারবাংলা ফুটবল ক্লাবের সদস্য ও সায়াদুজ্জামান সুপার, মঞ্জুর আলম, জুনেদ মিয়া, আবুল হোসেন, আমিনুর রহমান, জায়েদ মিয়া, হোসাইন আহমদ, তাজ উদ্দিন, এশরাম উদ্দিন, আবুলেইচ, আব্দুল হক, এনাম উদ্দিন প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ ২৫ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্স আপ দলের হাতে ট্রফি সহ ১৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়ার, সেরা গোল রক্ষক, ফাইন্যাল ম্যাচের সেরা খেলোয়ার এবং সেরা গোলদাতাকে ট্রফি প্রদান করা হয়।