নূরুন্নাহার নূর, তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি:-
কিশোরগঞ্জের ভৈরবে ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল মিয়া (৪২) নামে মাদক কারবারী গ্রেফতার হয়েছে ভৈরব থানা পুলিশের নিকট। সে পঞ্চবটি পুকুরপাড় গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। গতকাল বুধবার সন্ধায় পুকুপাড় গ্রাম থেকে উজ্জলকে আটক করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে মাদক উদ্ধার,মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় গতকাল সন্ধায় পুকুরপাড় গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারী উজ্জল মিয়াকে ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল মিয়ার বিরোদ্ধে মামলা দায়ের করে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।