স্টাফ রিপোর্টার :
মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রলীগ নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় মোঃ জেহাদ হোসেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করবার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে নেতা-কর্মী সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই গণসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রলীগ নেতা জনাব মোঃ জেহাদ হোসেন। এলাকায় ভালো ছেলে হিসাবে সুখ্যাতি থাকায় এবং মিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ ১৩ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং পৌরসভায় গণসংযোগ করে ইতিমধ্যেই ভোটার জনতার মাঝে বিপুল সাড়া লাভ করেছেন তিনি। নির্বাচনে বিজয়ের ব্যাপারে প্রচন্ড আশাবাদী এই প্রার্থী আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ কালে সকলের নিকটে দোয়া কামনা করেছেন সেই সাথে ভোটারদের নিকটে মূল্যবান ভোট প্রার্থনা করেছেন। উপজেলা ব্যাপী বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের মধ্যে তাকে ঘিরে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে।