দীনেশ চন্দ্র রায় খুলনা জেলা প্রতিনিধি :
রবি মৌসুমে পাইকগাছা উপজেলার দেলুটি-গড়ইখালী ও কয়রার উপজেলার মহারাজপুর,বাগালী ইউনিয়নের বিভিন্ন বিলে দিগন্ত জুড়ে সবুজ ফসল আর ফসল। চৈত্রের বাতাসে বরো ধানের ক্ষেত শুধু দুুলছে। তরমুজ,পুঁইশাক, মিষ্টি আলু,বাদাম সহ নানা রকমের সবজি ক্ষেত দেখলে মন জুড়ে যায়। গত ক’দিনে ঘুরে-ঘুরে মোবাইলে ধারণ করা বিভিন্ন ক্ষেতের অংশ বিশেষ। অভিজ্ঞতার আলোকে উপকূলীয় অঞ্চলের মানুষ ঝুঁকিপূর্ণ লোনা পানির ঘের বন্ধ করে বাপ-দাদাদের ঐতিহ্য কৃষি ব্যবস্থায় ফিরতে জোট বেঁধেছে। বিশেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হবার পর সভা সমাবেশ ও সংসদে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমপি মোঃ রশীদুজ্জামান লোনা পানির চিংড়ি ঘেরের পরিবর্তে মিষ্টি পানির মাছ-ফসল উৎপাদনে জোরালো বক্তব্য রাখলে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।