স্টাফ রিপোর্টার যশোর
যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের কুযাদাস্থ বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচন নিয়ে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের নিয়ম-নীতি না মেনে এ সভাপতি নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, যশোরের কুয়াদাস্থ বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি করা হয় পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক কালীদাস চক্রবর্তীকে। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে বিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন অভিভাবকদের মধ্য থেকে সভাপতি করার বিধান থাকলেও সে নিয়মনীতি মানা হয়নি বলে অভিযোগ করেন বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে আসিফ ইকবল সুমন। এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য দের আরও ৪০জন অভিভাবকের গণস্বাক্ষরকৃত একটি লিখিত অভিযোগ যশোর সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠেছে, বিদ্যালয়ে যোগ্য অভিভাবক থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষককে কেনো সভাপতি নির্বাচন করা হলো ? এ নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। অভিভাবকদের দাবী, উপরিক্ত বিষয়ের সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।