প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি :
ইউএস এ – বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম প্রতি বছর সাহিত্য অনুষ্ঠান করে থাকে তারই ধারাবাহিকতায় আগামী ২৬-২৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সম্মাননা ও সাহিত্য পদক অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এতে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা গ্ৰামের কৃতি সন্তান, এলাকায় প্রকৃতি ও সম্প্রীতির কবি হিসেবে খ্যাত, পাহাড়ি জনপদের জন নন্দিত কবি, গীতিকার, সুরকার, শিল্পী ও সাহিত্য সংগঠক কবি রশিদ আহমদ কে আমন্ত্রণ করায় স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রেমীরা আনন্দিত হয়েছেন। অনুষ্ঠানে ইউএস এ -বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি শাহ্ সফিনূর সহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের দেশ-বিদেশের অনেক কবি সাহিত্যিক ও গুণীজনেরা উপস্থিত থাকবেন বলে জানা যায়। অনুষ্ঠানে আমন্ত্রণ করায় কবি রশিদ আহমেদ ইউএস-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি সহ সংগঠনের সকল গুণীজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।