স্টাফ রিপোর্টার, যশোর :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার সাবেক সহ – সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং প্রতিদিনের কন্ঠ’র স্টাফ রিপোর্টার এস কে আমিরুল ইসলাম’র পিতার জানাযা সম্পন্ন হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাত ১০ ঘটিকায় সাংবাদিক আমিরুল ইসলাম’র পিতা এস কে কামাল বকচর এল মার্কেট এর সামনে মোটরসাইকেল যোগে রাস্তা পারাপারের জন্য অপেক্ষারত থাকা অবস্থায় মুড়লীর দিকে থেকে আসা দ্রুতগতির মোহাম্মদ পারভেজ ‘রক্তচুষা’ নামক একটি পালসার (যশোর ল-১৫-৫১৪১) মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত এস কে কামাল কে দ্রুত উদ্ধারপূর্বক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা – নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে ১৪ই এপ্রিল আছরবাদ নিহতের নিজ এলাকা বকচরে জানাযা শেষে যশোর কারবালা কবরস্থানে দাফন করা হয়।