মোস্তফা বকস্ ,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শির্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। অদ্য ১৭ এপ্রিল রাজনগর উপজেলা পরিষদ হল রুমে উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে উপস্তিত ছিলেন,রাজনগর উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী,মুক্তিযুদ্ধা রামলাল রাজভর, রাজনগর ফায়ার সার্ভিসের অফিসার শাহীন আহমেদ,রাজনগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনজ রায়, আর ডি আর এস বাংলাদেশ এর রাজনগর উপজেলা কোঅডিনেটর ফারজানা ইসলাম, রাজনগর মডেল স্কুলের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার , সহ শিক্ষক মোঃ রেজওয়ানুল হক পিপুল, রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা বকস্,রাজনগর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশীদ, রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান প্রমূখ। বক্তারা বলেন মুজিব নগর সরকার গঠন ছিল বাংলাদেশের স্বাধীন হয়ার মূল শক্তি,তাঁরা আরো বলেন বাংলেদেশের যে সকল দিবস পালন করা হউক না কেন বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার কথা বাদ দিয়ে কোন আলোচনা হবে না। মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতার জন্য মূখ্য ভূমিকা পালন করে।