কল্যাণ রায় (জয়ন্ত), যশোর।
যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া ভান্ডারীর মোড়ে মাইজভান্ডারী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার বিকালে অতিথিবৃন্দ যশোর বিমানবন্দরে পৌছালে মাইজভান্ডারীর অনুসারীগণ তাদের সাদরে গ্রহণ করেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উক্ত মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০তম আওলাদে রাসুল আওলাদে গাউছুল আযম পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ সামশুল কবির আল হাসানী ওয়াল হোসানী আল মাইজভান্ডারী মাঃজিঃআঃ গাউছিয়া হাদী মঞ্জিল, ফটিকছড়ি, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদা নায়েবে সাজ্জাদানশীল ৩১তম আওলাদে রাসুল আওলাদে গাউছুল আযম পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আশেকুর রহমান আল হাসানী ওয়াল হোসানী আল মাইজভান্ডারী মাঃজিঃআঃ গাউছিয়া হাদী মঞ্জিল, ফটিকছড়ি, চট্টগ্রাম। মাইজভান্ডারী সুন্নী মহা সম্মেলন’র সার্বিক দায়িত্বে ছিলেন, বড় ভেকুটিয়া মাইজভান্ডারীর অনুসারীগণ।