মোস্তফা বকস্, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন দাখিল করেন। আজ ২১ এপ্রিল রাজনগর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে একে একে মনোনয়ন পত্র জমা দিতে আসেন চেয়ারম্যান পদপ্রার্থী রওনক আহমেদ (অপু),বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ বেলাল,কামারচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুলহক (শেলিম) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন রাজনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির (ফৌজি),সমাজ সেবক মোঃআব্দুল হাকিম বিশিষ্ট সমাজ সেবক মহিম দে (মধু), সেচ্চা সেবক লীগ নেতা সঞ্চয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানি চক্রবর্তী, মোছাঃ ডলি বেগম , লুৎফুন নাহার, সুমাইয়া সুমি।