1. admin@jashorerdarpan.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার কার্যকারী কমিটির কমিটির অনুমোদন যশোর জেলা যুব দল নেতা নাসিম রেজা’কে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক করায় যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বগুড়া আদমদিঘীতে ভবনের কাজ শেষ হয়নি ৫ বছরেওবিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান ট্রেনে কাটা  পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তাল গাছের চারা রোপণ বগুড়া  সদর থানায় অগ্নিসংযোগ ঘটনার মামলায় তিন জন গ্রেপ্তার  কেশবপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় যশোরের কুয়াদায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২৪ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা খলিশাখালির মৎস্যঘের জবর দখল ও লুঠপাটের হুমকিতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গুরুদাসী মাসি’র বীরঙ্গনা স্বীকৃতি দিয়েছে সরকার — সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

দৈনিক যশোরের দর্পণ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৬ বার পঠিত

দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি,

বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন,৭১’র পাক হানাদার বাহিনীর বর্বর অত্যাচারে মানসিক ভারসাম্যহীন গুরুদাসী মাসি’সহ অন্যান্য বীরঙ্গনাদের স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা’র সরকার। শুক্রবার উপজেলার দেলুটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রয়াত বীরঙ্গনা গুরুদাসী’র স্মৃতি বিজড়িত ফুলবাড়ির জন্মভিটা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি গুরুদাসীর পরিবার ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন,দেলুটির কথা মনে হলে শুধু গুরুদাসী মাসি’র কথা স্মৃতিতে ভেসে উঠে। ছোট বেলায় দেখেছি পথে-ঘাটে বাঁশের কুঞ্চি হাতে মানসিক ভারসাম্যহীন নির্জাতিত এ নারী ঘুরে বেড়াতেন। চেয়ে চিন্তে মানবেতর জীবন যাপন করতেন। পরের ইতিহাস জানতে পেরেছি মহান মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী নির্মম ভাবে স্বামী-সন্তানদের হত্যা করে গুরুদাসীর উপর পাশবিক নির্যাতন করেন। এক পর্যায়ে সে স্বামী-সন্তান হারিয়ে পরবর্তীতে মানসিক ভারসাম্য হরিয়ে ফেলেন। গুরুদাসীর স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন বলে, সচিব আরোও বলেন, ২০২০ সালে আমি যখন মুক্তিযোদ্ধো মন্ত্রনালয়ের সচিব ছিলাম তখন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী,সাবেক মন্ত্রীসহ ৮ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে শেখ হাসিনা’র সরকার পাইকগাছার গুরুদাসী মাসিসহ দেশের অন্যান্য বীরঙ্গনাদের স্বীকৃতি দিয়ে সম্মান। বসতবাড়ি পরিদর্শনকালে সচিব ও তার সফরসঙ্গীরা প্রয়াত গুরুদাসীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের সদস্যদের খোজ খবর নেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল—আমিন, ওসি ওবাইদুর রহমান, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন ঘোষ,সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার,গুরুদাসির পরিবারের সদস্য বিশ্বজিৎ জোয়াদ্দার,সত্যেন জোয়াদ্দার, পুষ্পেন্দু জোয়াদ্দার, ইউপি সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য, গুরুদাসীর জন্মস্থান দেলুটির ফুলবাড়ী গ্রামে। কালিনগর গ্রামে গুরুপদ মন্ডলের সাথে তার বিয়ে হয়। স্বামী গুরুপদ মন্ডল পেশায় দর্জি ছিলেন। গুরুদাসী দম্পত্তির দুই ছেলে ও দুই মেয়ে ছিল। পারিবারিক সুত্র জানান,কালিনগর বিয়ে হলেও এ দম্পতি স্বামী সন্তান নিয়ে ফুলবাড়ী পিতৃলয়ে থাকতেন। ৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় গুরুদাসীর পরিবার ভারতের শরনার্থী শিবিরে আশ্রয় না নিয়ে জন্মস্থানে ছিলেন। যুদ্ধচলাকালে পাকিস্তানী সেনারা গুরুদাসীর বাড়ীতে হামলা চালায়। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান,রাজাকারদের দেখানো মতে পাক বাহিনী গুরুদাসীর উপর লোলুপ দৃষ্টি দেয়। এক পর্যায়ে তারা গুরুদাসীর সামনেই স্বামী গুরুপদ মন্ডল, দুই ছেলে ও এক মেয়েকে হত্যা করেন। এরপর গুরুদাসীর কোলে থাকা দুধের শিশুও রেহাই পায়নি। মায়ের সামনেই তাকে পুতে ফেলা হয় বাড়ীর পাশের কাঁদা পানির ভিতরে। তারপর গুরুদাসীর উপর পাকসেনারা পাশবিক নির্যাতন করলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কপিলমুনি বাজার সংলগ্ন সরকারী বরাদ্দের ঘরে বসবাস করতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক যশোরের দর্পণ
Theme Customized BY LatestNews