দীনেশ চন্দ্র রায়, খুলনা জেলা প্রতিনিধি :
পাইকগাছায় অবশেষে পুলিশী প্রহরায় বোয়ালিয়া হিতামপূর শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের ত্রি-বাষিক নির্বাচনে সভাপতি-অশোক বিশ্বাস,সম্পাদক-প্রকাশ বিশ্বাস ও কোষাধ্যক্ষ-পদে তরুন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫৫ ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১ টি ব্যালট বাতিল হয়েছে। জানাগেছে, মালোপাড়ার অভ্যন্তরীন দ্বন্দ্বে জেরে দীর্ঘদিন শীতলা মন্দিরের পূনাঙ্গ কমিটি ছিলনা। অবশেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নির্মল বিশ্বাস ও সম্পাদক মহাদেব বিশ্বাস নির্বাচনী তফশিল ঘোষনা করেন। কমিটির সভাপতি/সম্পাদকসহ কোষাধ্যক্ষ পদে ৭ জন প্রার্থী ভোট লড়াইয়ে নামেন। নির্বাচনে দায়িত্বে থাকা থানার এসআই উত্তম চক্রবর্তী জানান, সভাপতি পদে ৩ প্রার্থী অশোক বিশ্বাস( ছাতা) মার্কায় ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দু’ প্রার্থী মহিতোষ বিশ্বাস আনারস(৫৯) ভোট ও তার শ্যালক সুবোল বিশ্বাস চেয়ার(১৩’) ভোট পেয়েছেন। সম্পাদক পদে দু’প্রার্থীর মধ্যে প্রকাশ বিশ্বাস ( বল) ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী (মাছ) প্রতিকে দিপঙ্কর বিশ্বাস পান-৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে ২ জনের মধ্যে তরুন বিশ্বাস (প্রজাপতি) ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় বিশ্বাস (গোলাপফুল) ৭৩ ভোট পান।