ফরিদ হুসাইন, মাগুরা থানা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালি থেকে মাগুরা পর্যন্ত যে ব্রডগেজ রেললাইন প্রকল্প নেওয়া হয়েছে সেটি সম্প্রসারিত হয়ে ঝিনাইদহ যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ‘মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের’ মাগুরার অগ্রগতি পরিদর্শন করে মন্ত্রী এ আশ্বাস দেন। শনিবার দুপুরে তিনি সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় নবনির্মিতব্য রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। জিল্লুল হাকিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শ দিয়েছেন এই রেলপথ মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এই রেললাইনটি মাগুরা থেকে সম্প্রসারিত হয়ে কালিগঞ্জ অথবা ঝিনাইদহের সঙ্গে সংযুক্ত হবে।” প্রকল্পের প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাকি কাজ যত দ্রুত শেষ করা যায় আমরা সেই চেষ্টা করছি। এরই মধ্যে প্রকল্পের ফরিদপুর অংশে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। জমি অধিগ্রহণের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।” এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, প্র্রকল্প পরিচালক মো. আসাদুল হক।