প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি :
শিক্ষা হল জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সঠিক শিক্ষার মেরুদণ্ড রূপে ধারণ করার জন্য বিভিন্ন এলাকাতে কাজ করে যাচ্ছেন সর্ববৃহৎ বেসরকারি সংস্থা আশা। এই আশা ক্ষুদ্র ঋণ নয়,এই ক্ষুদ্র ঋণের পাশাপাশি বিভিন্ন অবহেলিত এলাকায় অসহায়, গরীব ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ কাজ করে যাচ্ছেন একশত টাকার বিনিময়ে প্রাইভেটের মাধ্যমে গণিত, ইংরেজি ও বিজ্ঞান শিক্ষার কর্মসূচি। এই আশা শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ০৪নং ওয়ার্ডে চাকডালার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক ও মতবিনিময় সভা। এতে অভিভাবক ও মতবিনিময় সভার অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের শিক্ষা সুপার ভাইজার জনাব মোহাম্মদ রাইহানের সঞ্চালনায়, এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের মেনেজার জনাব খায়রুল খিসা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া,কক্সবাজার ও বান্দরবান জেলা শিক্ষা অফিসার জনাব নাহিদ খান।এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক জনাব মোজাম্মেল হক, গণিত বিভাগের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ছৈয়দ হোসেন সহ আশা শিক্ষা কেন্দ্রের ছাত্র -ছাত্রীদের অর্ধশতাধিক অভিভাবক বৃন্দ। অভিভাবক ও মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি আশা ব্রাঞ্চের মেনেজার জনাব খায়রুল খিসা প্রধান অতিথির বক্তব্যে বলেন আশা হল ক্ষুদ্র ঋণের বৃহত্তম বেসরকারি সংস্থা। এই সংস্থা ক্ষুদ্র ঋণের পাশাপাশি আশা শিক্ষা কেন্দ্র নিয়ে এগিয়ে যাচ্ছে বহুদূর। এমনকি শিশু শ্রেণী থেকে শুরু করে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত বৃদ্ধি পেয়ে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা পাচ্ছে আশার পক্ষ থেকে আশা শিক্ষা সেবা। এমনকি চাকডালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে তিন জন দক্ষ শিক্ষক নিয়ে চালু করা হয়েছে আশা শিক্ষা কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে চকরিয়া, কক্সবাজার ও বান্দরবান জেলা শিক্ষা অফিসার জনাব নাহিদ খান বক্তব্যে বলেন ৬ষ্ঠ,৭ম ও ৮ম তিনটি শ্রেণী থেকে ৩০ জন করে ৯০ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থী বাছাই করে তাদেরকে স্কুল ব্যতীত সময়ে প্রাইভেটের মাধ্যমে চাকডালা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা সেবা দিয়ে যাবেন। আর অপর দিকে চাকডালা এলাকাবাসী ১০০ টাকার বিনিময়ে আশা শিক্ষা কেন্দ্র থেকে সঠিক আশা শিক্ষা সেবা পাওয়াই খুশিতে ভরপুর এলাকাবাসী।