প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি :
কোরবানের ঈদ আসতে সময় আছে অল্প কয়েকদিন। এই অল্প কয়েকদিনকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি উপজেলার ০১ নং সদর ইউনিয়নের চাকডালা বাজারে বসেছে কোরবানি ঈদের গবাদিপশুর জাম জমাট হাট বাজার। এই গবাদিপশুর হাট বাজার হল নাইক্ষ্যংছড়ি সদরে একমাত্র গবাদিপশুর হাট বাজার।এই বাজারে সপ্তাহিক রবিবার ও বুধবারে গবাদিপশুর হাট বসে।কিন্তু সপ্তাহিক রবিবার ও বুধবারে গবাদিপশুর হাট বসলেও কিন্তু কোরবানি ঈদের হাট বাজারটি অন্যতম। কারণ হলো কোরবানি ঈদের হাট বাজারের পূর্বে ছিল অল্প শতাধিক গবাদি পশু। যা শুধু কয়েকটি এলাকা থেকে গবাদিপশু হাট বাজারে আনতো।আর ঈদকে সামনে রেখে হাট বাজারে দেখা যাচ্ছে হাজারো গবাদিপশু। যার মধ্যে রয়েছে গরু,মহিষ,ছাগল থেকে শুরু করে দেশি-বিদেশি অনেক গবাদিপশু। হাট বাজারে কিছু লোকদের কাছে জানা যায় চাকডালার গবাদিপশুর হাট বাজার মায়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় মায়ানমার থেকে চাকডালা পশু হাট বাজারে অবৈধ ভাবে আসতেছেন হাজার হাজার গবাদিপশু। যা দেখতে বাংলাদেশী গবাদিপশুর মত। এমনকি চাকডালা পশু হাট বাজারে কোটি টাকার গবাদিপশু বিক্রয় হয় বলে জানা যায়। আর অন্য দিকে হাজারো ক্রেতা গরু,মহিষ,ছাগল একটু অল্প দামে ক্রয় করতে পাড়ায় খুশি ক্রেতারা।