তন্ময় মিত্র বাপী, ব্যুরো প্রধান, কেশবপুর
কেশবপুর কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক,আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক দের নিয়ে এক জরুরি সভা বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্প্রীতি ও শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সহ সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ বহবায়ক হুমায়ুন কবীর সুমন প্রমূখ। সভায় চলমান আন্দোলনে নিহত দের প্রতি এক মিনিট নীরবতা পালন করে শোক প্রস্তাব গ্রহণ হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের গাড়িতে হামলা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল কবীর মিলটনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।