স্টাফ রিপোর্টার :
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল’র একটি আভিযানিক দলের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ শুকুর জামান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে যশোর জেলার চৌগাছা ধানাধীন মার্কাপুর গ্রামের নজরুল ইসলাম’র ছেলে শুকুর জামান (৩৪) কে ২৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল’র একটি আভিযানিক দল। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর’র পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।