মোঃ মোস্তফা বকস্ , রাজনগর, (মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের হাতে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এহসান বিন মুজাহির। এসময় সংগঠনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মো: হারুনুর রাশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্ এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, অর্থ সম্পাদক ছানা কান্ত শীল,রিংকু চন্দ্র দাস,উমামা আক্তার,জাকির হুসোন সাকিব প্রমুখ।