মোঃ মোস্তফা বকস্, রাজনগর (মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজার জেলাধীন রাজনগরে “উপজেলা প্রেসক্লাব রাজনগর’এর আহ্বায়ক কমিটির সাংবাদিকদের সাথে রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।সোমবার (২৩সেপ্টেম্বর) রাত ৯ঘটিকার সময় রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মুবাশ্বির উপজেলা প্রেসক্লাব রাজনগরের আহ্বায়ক কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রায় দুই ঘন্টাব্যাপী মতবিনিময়ে রাজনগর উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নবাগত অফিসার ইনচার্জ বলেন, রাজনগরে কোনো ঘুষ, জুয়া ও দুর্নীতি চলতে দেওয়া হবেনা। তিনি সকলের সহযোগিতা নিয়ে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে একনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হারুনুর রাশীদ, যুগ্ম আহ্বায়ক বিকাশ দাস, সদস্য সচিব মোঃ মোস্তফা বকস্ এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসেন সাগর, মোঃ ফখরুদ্দীন,রতন মনি দাস,শাহিন ফয়েজ,মহসিন আহমদ,সাকিব আহমদ প্রমূখ।