যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোন ও বোনাইয়ের বিরুদ্ধে পাকা ইটের দেয়াল ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগর (ঝিকরগাছা বাজার রাজাপট্টি) গ্রামের মৃত গোলাম মৌর্তুজা চৌধুরীর ছেলে গোলাম ফারুক চৌধুরী।
অভিযোগে বিবাদী করা হয়েছে মোবারকপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে কবির হোসেন (৪৫), পলাশ হোসেন (৪০), ঝিকরগাছা বাজার হল রোড গ্রামের মৃত গোলাম মৌর্তুজা চৌধুরীর মেয়ে রুপা চৌধুরী (৫৭) ও তার স্বামী আব্দুল্লাহ আল-ফারুক (৬০) সহ অজ্ঞাত ১০-১৫ জন।
থানায় দাখিলকৃত অভিযোগে গোলাম ফারুক জানান, তার বোন রুপা ও বোনাই আব্দুল্লাহ আল-ফারুকের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। ৩০ সেপ্টেম্বর সকালে, রুপা ও আব্দুল্লাহ আল-ফারুকসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও লাঠিসজ্জিত হয়ে গোলাম ফারুকের নির্মাণাধীন দোকান ঘরের কাজ বন্ধ করতে বাধা দেয়। তাদের নিষেধ উপেক্ষা করলে তারা পাকা ইটের দেয়াল ঘর ভেঙে ফেলে, যার ফলে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়।
গোলাম ফারুক আরো অভিযোগ করেন যে, তাকে মারধরের হুমকিও দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বড় ধরনের ক্ষতির শিকার হতে হবে বলে হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে আদালতে যাওয়াই উত্তম, তবে থানায় অভিযোগ আসায় ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।