যশোরের চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার ৭ নম্বর আসামী রুবেল ওরফে কপালকাটা রুবেল (৩১)-কে র্যাব – ৬, সিপিসি – ৩ এর একটি আভিযানিক দল আটক করেছে।
মঙ্গলবার, র্যাব-৬ এর যশোর ক্যাম্পের আভিযানিক দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় যশোর শহরের কোল্ডস্টোরেজ মোড় এলাকা থেকে আত্মগোপনে থাকা আশ্রম মোড়ের বাসিন্দা কপালকাটা রুবেল-কে গ্রেফতার করে। র্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা, ১টি হত্যা চেষ্টা মামলা এবং ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গত ১০ সেপ্টেম্বর যশোর রেলওয়ে স্টেশনে সন্ত্রাসীরা জুম্মান (৩৪)-কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যার পরপরই র্যাব-৬ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয় যে কয়েকজন সন্ত্রাসী মিলে জুম্মানকে ছুরিকাঘাত করেছিল।
ভিকটিমের ভাই খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব অভিযানে নেমে কপালকাটা রুবেলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছেন যে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা যশোর রেলস্টেশনে জুম্মানকে হত্যা করে।