তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর সর্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার রাতে মন্দিরের সভাকক্ষে সংগঠনের আহবায়ক শ্রী সুকুমার সাহা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি শ্রী শ্যামল সরকার মহোদয়। সভায় সর্ব সম্মতিক্রমে কেশবপুর সর্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা
পরিষদের ২১ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা হয়। সভাপতি শ্রী শ্যামল সরকার, সহ – সভাপতি শ্রী পংকজ দাস ও শ্রী দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক শ্রী কনক সেন, সহ – সাধারণ সম্পাদক শ্রী স্বপন মুখার্জী, কোষাধ্যক্ষ শ্রী উদয় শংকর সিংহ ও দপ্তর সম্পাদক শ্রী শংকর পালকে নিয়ে পুর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।