অতনু হাজরা, মেদিনীপুর :
মেদিনীপুরের নন্দীগ্রাম সীতা নন্দ কলেজে স্বরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে । গতকাল ১৪ই ফেব্রুয়ারী বুধবার, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সীতা নন্দ কলেজে এ বছর দুটি স্বরস্বতী পুজো হয়। টি এম সি পি এবং এ বি ভি পি, দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে সরস্বতী পূজার আয়োজন করা হয়। টি এম সি পি কলেজ ক্যাম্পাসের মধ্যে এবং এ বি ভি পি কলেজের গেটের সামনে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। এ বি ভি প ‘র অভিযোগ, তাদের পুজো মন্ডপের সামনে, তাদের দলীয় পতাকা লাগানো ছিল, টি এম সি পি ছেলেরা তাদের লাগানো এ বি ভি পির পতাকা খুলে দিয়েছে। এই নিয়ে দুই দলের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। এই দিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে টি এম সি পি-র ছেলেরা, টি এম সি পি র পক্ষ থেকে দাবী করা হয়েছে। এ বি ভি পির ছেলেরা ইচ্ছে করে সরস্বতী পুজোয় গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে।। দুই পক্ষ বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম সীতা নন্দ কলেজে। সামাল দিতে খবর যায় থানায়। নন্দীগ্রাম থানা থেকে পুলিশ এসে ঘটনাটি সামাল দেন। উভয় পক্ষই চুপচাপ হয়ে যান। বড়ো কোন দুর্ঘটনা ঘটেনি।